অর্মত‍্য সেনের বাড়ির অর্ধেক জমি দখল করা : ফের চ‍্যালেঞ্জ দিলীপ ঘোষের

31st December 2020 7:39 pm হুগলী
অর্মত‍্য সেনের বাড়ির অর্ধেক জমি দখল করা : ফের চ‍্যালেঞ্জ দিলীপ ঘোষের


সুজিত গৌড়  ( হুগলী ) :  সিবিআই রেড নিয়ে দিলীপ ঘোষ বললেন,সকালে খবর পেলাম অমিত মিশ্রের বাড়িতে সিবিআই রেড করেছে।তৃনমূলের যুব নেতা খুব বিখ্যাত নেতা অমিত মিশ্র।আপনাদের এখানে গরু পাচার বালি পাচার কয়লা পাচারের করিডোর আছে।গরু কয়লা বালি থেকে কাটমানি নেওয়া হয়।সেই কাটমানি চলে যায় কালিঘাটে।সেই টাকায় সাত কোটি টাকার বাড়ি হয়েছে বাড়ির সব ইমপোর্টেড।লক্ষ লক্ষ টাকার জিনিস কোথা থেকে আসে কে দেয় সব জানি।সবে তো হাত পা ধরা হয়েছে গলা পর্যন্ত যাবে কেউ বাঁচবে না। কাকে তিনি বলছেন বহিরাগত অমিত শাকে।নিজের বাড়িতে বহিরাগত বৌ আছে ভুলে গেছেন। সংজ্ঞাটা দিদিমনি দিন আমরাও দেখব।আমি বহিরাগত নই তো।রবীন্দ্রনাথের পাশে মহাত্মা গান্ধী বসে আছে প্রায় একশ বছর আগের ছবি তাহলে কি গান্ধী বহিরাগত।অনেক টিএমসির বাড়িতে এখনো গান্ধীজির ছবি আছে রাজীব ইন্দিরা যখন প্রধানমন্ত্রী ছিলেন আসতেন অনেক নেতা আসতেন তখন বহিরাগত মনে হয়নি। গুজরাট থেকে গান্ধী এলে ঠিক আছে পাঞ্জাব থেকে বাড়ির বৌ এলে ঠিক আছে,গুজরাট থেকে অমিত শা এলে তিনি বহিরাগত নরেন্দ্র মোদি এলে বহিরাগত।মস্তিষ্ক বিকৃতির শেষ প্রান্তে চলে এসেছে।সেদিন দেখলাম রবীন্দ্রনাথের ছবি নিয়ে মিছিল করেছেন রবীন্দ্রনাথ কি টিএসসির মেম্বার ছিলেন নাকি,অমর্ত্য সেনের ছবি নিয়ে উনি কি টিএমসি নেতা?অমর্ত্য বাবুর বাড়ির অর্ধেক জমি দখল করা আমি চ্যালেঞ্জ করে বলছি।তার যে বাবার জমি ছিলো তার রেকর্ড রয়েছে।ইউনিভার্সিটির  জায়গা দখল করেছেন।দিদিমনির কষ্ট হচ্ছে, হবেই তো পুরো আপনার লাইনে এসে গেছে।পুরো হরিশ চ্যাটার্জী স্ট্রীট ব্যানার্জী স্ট্রীট হয়ে গেছে। ৩৫ টা প্লট দখল করেছেন দিদি তার ভাই ভাইপো মিলে।যেটা রেকর্ডে আছে।আপনি দেখিয়েছেন কি ভাবে বেআইনি জমি দখল করতে হয়।





Others News

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে


সুজিত গৌড় ( হুগলী ) :  নিম্ন চাপের জেরে শনিবার থেকে অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষীদের।
জেলায় আলু চাষে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে কয়েক লক্ষ টাকার উপর বলে দাবি চাষীদের। ধান জমিতে যেমন ক্ষতির পাশাপাশি হুগলী জেলা জুড়ে ব্যাপক ক্ষতি এবার আলু চাষে। চলতি বছরে বার বার নিম্নচাপ  চাপের জেরে যেভাবে ধান চাষ পিছিয়ে ছিল ঠিক আলু চাষও পিছিয়ে ছিল প্রায় পনোর দিন। তবে গত শুক্রবার পযন্ত হুগলী জেলায় প্রায় ৩০ শতাংশ জমিতে বসানো হয়ে গিয়েছিল আলু এবং ৬০ শতাংশ জমি আলু চাষ উপযোগী করে তুলে ছিলেন চাষীরা। ধান চাষের মত আলু চাষের শুরুতে এবার কাল হয়ে উঠলো অকাল বৃষ্টি। অকাল বৃষ্টির ফলে যে সব জমিতে ইতি মধ্যেই আলু বসানো হয়ে গিয়েছিল, সেই সব জমিতে জল জমে থৈ থৈ করছে। ফলে জমিতে বসানো সমস্ত আলু বীজ পচে নষ্ট হতে বসেছে।  কারণ আলু বসানোর পর অন্তত পনেরো থেকে কুড়ি দিন কোনো জলের প্রয়োজন পরে না আলু চাষের ক্ষত্রে।
এ বছর এক বিঘা জমিতে চাষ উপযোগী করে আলু বসানো পযন্ত চাষীদের খরচ পড়েছে প্রায় পনেরো হাজার টাকা অন্যদিকে আলু বসানোর আগে পর্যন্ত  এক বিঘা জমিকে  চাষ উপযোগী করে তুলতে খরচ পড়েছে প্রায় সাত হাজার টাকা। অর্থাৎ ইতি মধ্যে নিম্ন চাপের জেরে অকাল বর্ষণে হুগলী জেলার ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে লক্ষ  লক্ষ টাকার উপর। জেলায় আলু চাষের জমির পরিমান ৯০ হাজার হেক্টর জমি। সেমবার সকাল থেকেই  আলু জমি থেকে জল বের করে আলু বীজ বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন চাষীরা। চাষীদের দাবি অকাল বর্ষণে একেবারে সর্বস্বান্ত  হয়ে পড়েছে। আবার নতুন করে আলু বসানো বা জমি তৈরি করে আবার আলু বসানো অনেকের পক্ষেই আর সম্ভব হবে না।
অন্যদিকে আবহাওয়া উপযোগী হলে পুনরায় জমি আলু চাষের উপযোগী করে আলু বসাতে সময় লাগতে পারে পনেরো থেকে কুড়ি দিন। ফলে আলু চাষে ফলন যেমন কমবে খাবার আলুর জোগানেও পড়বে টান। আগামী দিনে ধানের ক্ষতির ফলে যেমন  চালের যোগান টান পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  ঠিক তেমনি আগামী দিনে খাবার আলুর জোগানেও টান পড়বে বলে মত চাষীদের।